Wednesday, October 15, 2014

RISHI026@GMAIL.COM

কফিনের ভিতর
............... ঋষি

জীবনের দূরত্বের কফিনে দুর্বলতা শুয়ে
কে বা করা ,যে বা যারা।
রূপমতী কোনো আগুনে জ্বলে আর পুড়ে ছাই
তাদেরকে বল না শান্তি চাই।
আরে এটা কাল্পনিক
সঙ্গত সময়ের সঙ্গীত নয়
আর জীবন তো এমনি হয় কফিনে শুয়ে।

এক পা ,দুই পা ,তিন পা
চলছে চলবে সভ্যতার আগুন নিজের ঘরে।
যখন আগুন জ্বলে কেরোসিন স্টোভে কিংবা গ্যাসে
সাথে জীবন জ্বলে বিন্দাস বিলকুল।
এক বার হেসে দেখ ,একবার ভালোবেসে
সভ্যতার চিতার আগুন তোর কফিনের বাইরে।
আর কফিনে শান্তি শান্তি শান্তি
বুদ্ধং শরণং গচছামি ,ধর্মং শরণং আর কত কিছু
বাকি জীবন বেঁচে আছে কিছু।

জীবন দূরত্বের কফিনে আশারা শুয়ে জীবন জুড়ে
হিরগ্লিফিক সভ্যতার নেমেসিস দাঁড়িয়ে।
হাতছানি দেয় মৃত্যুর কাছে
আর জীবন দাঁড়িয়ে নীলনদে ভেজা নোনা জল।
নোনা সভ্যতা কি এসে যায়
আয় না একটু বাঁচি এই কফিনের মাঝে
তুই আর আমি পাশাপাশি।  

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...