Saturday, October 18, 2014

rishi026@gmail.com


ফিনিশিং লাইন
....................... ঋষি

কেউ এগিয়ে শেষ করে ,কেউ পিছিয়ে
অথচ শেষ দুজনার ক্ষেত্রে আসে আগে বা পরে।
শেষ দুজনার হয় ইচ্ছা বা অনিচ্ছায়
ফিনিশিং লাইনের বাইরে দুজনে সমান।

হাতের সাথে হাত ,হয়ত হৃদয়ও থাকে,একটা জীবন
কিন্তু কি জানেন
প্রতিযোগিতায় সবাই জিততে চাই।
নিজেদের মতো অস্তিত্বের ইঁদুর দৌড়
আর অজস্র প্রতিযোগী ,
গিজগিজে অজস্র কাটাকুটি  
সবাই যে বাঁচতে চাই নিজের বেঁচে থাকায়।

আজকের প্রেম শুষে নেই কাগজের কালি
কিন্তু দাগ টেনে  যায়।
মনের গভীরে কোথাও স্মৃতি নামে কোনো গোপন ডাকঘরে
শুধু জমে যায় অজস্র দাগ ঠিকানার অপেক্ষায়।
আজ না কাল ,কাল না পরশু ,হয়তো তারও পর
একদিন কোথাও, কখনো আশা নাম্নী ভদ্রমহিলার শাড়ি
বদলে যায় সমাজের সাদা রঙে।

অথচ কেউ জানে না সময় শুকিয়ে কাঠ
শুধু মেনে নেয়,মেনে নিতে হয় অজস্র চোরাসুখ।
চিনচিনে যন্ত্রণা হৃদয়ের ওপারে ,অজস্র কাঁটাতারে জীবন দৌড়
দৌড় আর দৌড়,আরো একটু।
অথচ হিসেব জানে না জীবন দূরবীনে চোখ
দূরে কথাও দূরে দূরে
জীবন  নামক শব্দের ভালো থাকা।

কেউ এগিয়ে যায় ,কেউ পিছিয়ে
অথচ শেষ দুজনার ক্ষেত্রে সমান ,জয়ী দুজনেই একসাথে।
একটা জীবন মৃত্যুর ওপারে বেঁচে থাকার
আকুল কল্পনায়। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...