Wednesday, October 15, 2014

RISHI026@GMAIL.COM

চল বৃষ্টিতে ভিজি
............. ঋষি

একটু এগোলাম ,আরেকটু এগোলাম
বৃষ্টির জলে ভিজে মন।
উত্তপ্ত ঠোঁটে জড়িয়ে নামা তৃষ্ণা
হৃদয়ের ছাদে একলা মন।

কি করি বৃষ্টির ছাট আমার গায়ে
দু এক ফোঁটা স্পর্শ আমার কবিতা তোর বৃষ্টি ভেজা।
উচ্ছল আনন্দের মত বৃষ্টি হৃদয় নিংড়ে কামড়ে ধরে
দুরে কোথাও দুরে দুরে।
ছুঁতে চাই একটা আশ্রয় বেঁচে থাকা
ভালোবেসে তোর হৃদয়ের চোখ আমার গায়ে।
নেমে যায় ,গড়িয়ে নামে , ঘুমের ঘোরে
ঠান্ডা বিছানায় তোকে জড়িয়ে থাকায়।

এমন হয় বৃষ্টির জলে নোনা স্বাদ
নোনা বিশ্বাস ,নোনা কয়েক ফোঁটা জল।
মিশে যায় ,মিশে যেতে চাই বৃষ্টির জলে
তোর সাথে কেউ দাঁড়িয়ে আজও একলা ছাদে।
হৃদয় ছাদে ,মেঘলা আকাশে ,মেঘলা মন
আয় বৃষ্টি ঝেঁপে ,জীবন দেব মেপে।
জীবনের গায়ে রক্ত ,বৃষ্টি তোমার ভক্ত
নোনা ঠোঁট তোর ঠোঁটে।

একটু এগোলাম তোর দিকে ,আরেকটু এগোয়
বাড়িয়ে হাত তোর স্নেহের।
মন এ আকাশে বৃষ্টি চিরকাল ,হাত ধর
চল আমরা বৃষ্টি ভিজি আজ। 

No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...