Sunday, October 19, 2014

rishi026@gmail.com

হৃদয় তালা
............. ঋষি

বন্য বন্য এ অরণ্য কেন
জানিস না কেন এই অস্তিত্বের সংঘাত।
জীবন থেকে ফুরিয়ে যাওয়ার মুহুর্তে
নিজেকে খোঁজা ,এ কিসের আভাস
জীবনের না লুকোবার।

হাসছিস জানি ,কিন্তু হাসির পিছনে জোকার লোকানো
আমার মতো সেই জোকার কাঁদে না কখনো।
হাসতে থাকায় ,নকল ভালো থাকায়
আর হাসির মতো বেঁচে থাকায় মুহুর্তে ,
প্রতি মুহুর্তের গায়ে।
হাজারো কবিতায় বেঁচে থাকার গান
ভালো লাগে এতো।

সাজানো ক্যানভাসে আঁকা নিজের মুখ অস্তিত্ব
ভালো থাকা ,খারাপ থাকা টুকরো টুকরো করে।
আয়নায় মুখ
নগ্ন করে দেখিস কখনো নিজেকে পাবি।
ভালোবেসে বেঁচে থাকা সময়ের হিসেবে
কিছুটা অস্তিত্ব পাবি
ঠিক কতটা তুই বেঁচে।

বন্য বন্য এ অরণ্য কেন
জানিস না কিসের প্রশ্ন বিঁধে আছে বুকে।
জীবন থেকে গুটিয়ে যাওয়া মুহুর্তে
চাবি একটা ভালো থাকা
আর তালা অসংখ্য হৃদয় দেওয়ালে। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...