Saturday, October 11, 2014

RISHI026@GMAIL.COM

যে কটা দিন
................. ঋষি

কিছু লোভনীয় মুহুর্তের তাড়ায় আকাশ সমুদ্র
আশা আর আশা।
আর তার মাঝে দু চারটে ডিঙ্গি নৌকা প্রাণ বেঁচে
ব্যস্ত কলরবে সকলের মাঝে।
সর্বাঙ্গীন কল্যানে জীবনের কোলাহল
আমরা হাসছি সবাই ,বেঁচে আছি সবাই
আসলে কতটা বেঁচে।

প্রশ্ন করেছিলাম ঈশ্বরকে ,উনি হাসলেন ,আমাদের হাসলেন
তারপর সেই আদমের বিষ ফল তুলে দিলেন হাতে
বললেন সভ্য হ।
আমরা সভ্য হলাম ,আরো সভ্য জীবন পাতায়
আমরা নিঃস্ব হলাম ,আরো নিঃস্ব একলা থাকায়।
আমরা মৃত হলাম,আরো মৃত  খবরের পাতায়
আমরা মহান হলাম ,আরো মহান বেঁচে থাকায়।

চলছে আর চলবে দৈনন্দিন প্লাবনে ঢেউয়ের আঘাত
মাথার ভিতরে বাড়বে আরো পাপ আরো অধিকার।
তোমার, আমার, সবার বেঁচে থাকা
গলে যাওয়া পূর্ণ আর অন্তর্নিহিত পাপের ক্ষরণে
প্রতিমুহুর্তে জ্বলনে।
আজ ,কাল ,পরশুর মত আগত ,বিগত হৃদয়ের
অসংখ্য মৃত বালি একলা হৃদয়ে।

আবার  কিছুটা সময়ের পরে হারিয়ে যাওয়া  জীবন খাতায়
প্রাণ খুঁজি  মাঝে মাঝে।
খুঁজি নিজেকে হাজারো প্রশ্ন ভিড়ে আকাঙ্খার চাদরে
নিজেকে ভালোবেসে বেঁচে থাকায়।
দিন যায় পাতায় পাতায় ফুটে ওঠে আমার জীবনের কবিতা
যার কয়েকটা তোমাকে ভালোবেসে আকাশ সমুদ্রে
তোমার সাথে জীবন  যে কটা দিন।

No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...