একটি আত্মহত্যা
................. ঋষি
==============================================
অলৌকিক রাত্রি
নিখুঁত কোনো আত্মহত্যা ঢুকে যাচ্ছে মর্গের দরজায়।
প্রবল আত্মারা আজ পাপমুক্ত
শুধু শ্মশান বন্ধুরা সাক্ষী কোনো পাতা ঝরা দিনের।
.
ফার্নেস্টে ঢুকে যাচ্ছে তোমার প্রণয়
তোমার ব্রহ্মতালুতে যে সন্দেহপ্রবণতা তাকে বিরূপ করো।
ছেড়ে যাওয়া তোমার সংসার ,তোমার সন্তান
তোমার পৃথিবীকে ,তোমার প্রশংসায় পঞ্চমুখ সম্পর্ক সব।
দিন ঠিক এমনি যায়
আর রাত্রি অন্ধ শকুনের চোখে মৃত্যু ছুটে আসে
অনন্ত নিরাকার।
তোমার লালিত্যের ভিতর তোমার মুখাগ্নি
তোমার আলতা পায়ের ফেলে আসা স্মৃতিঘর।
সব স্মরণিকা
আর কিছুক্ষন তারপর চলে যাওয়া।
.
অলৌকিক রাত্রি
নিখুঁত কোনো আত্নহত্যা পরিণতি পাচ্ছে বিলীনতায়।
প্রবল আত্মারা চিৎকার করে কাঁদছে
শুধু শ্মশান বন্ধুরা শুনতে পাচ্ছে " আমি বাঁচতে চাই।
No comments:
Post a Comment