আগুন খেলা
............ ঋষি
=========================================
আমরা একটা আগুনের খেলা খেলছি
যেমন আমি অকপটে এই মুহূর্তে চেপে ধরতে পারি
জ্যান্ত সিগারেট ,আমার সম্ভাবনায়।
তুমিও তো পারো
ছায়া সঙ্গী হয়ে হেঁটে যেতে অন্য কারো পাশে
হারাতে ভয় নেই ,ভয় কে ভয় করে আজকাল ।
ঈশ্বরের আগুন সম্ভাবনায় এত যে খিদে
আমরা জানতামই না এতদিন।
শধু আগুনে হাত দিয়ে বুঝি কেমন একটা বরফ নদী বয়ে যায়
সময়ের মেরুদন্ডে।
আগুন এতদিন সার্থক ভাবে নিয়মিত দিনে ,রাতে পুড়িয়েছে আমাদের
কেমন একটা মিষ্টি প্রলেপ আছে আগুন স্পর্শে।
জানি তুমি বোঝো
পালানোর রাস্তা, গাড়ি, জুতো-জানালা দরজাও সব ঢেকে গেলে
কিছু মৃতদেহ শুধু জীবিতের অভিনয় করে
আর অভিনয়গুলো অনেকটা কান্নার মতো একলা বাঁচে।
বরং আগুন ভালো
আসলে পুড়তে বেশ লাগে আজকাল।
আমরা আজকাল একটা আগুন খেলা খেলছি
স্মৃতি যা কোনো আগুনে পোড়া ভয়ানক মুখ ,যা ভয় দেখায়
যেমন তোমার একলা বাঁচতে চাওয়া।
আমিও তো পারি
অনেকটা আগুনের ভঙ্গিমায় দাবানল হয়ে জুড়োতে সময়কে
তোমাকে পুড়িয়ে তোমার মতো বাঁচতে।
............ ঋষি
=========================================
আমরা একটা আগুনের খেলা খেলছি
যেমন আমি অকপটে এই মুহূর্তে চেপে ধরতে পারি
জ্যান্ত সিগারেট ,আমার সম্ভাবনায়।
তুমিও তো পারো
ছায়া সঙ্গী হয়ে হেঁটে যেতে অন্য কারো পাশে
হারাতে ভয় নেই ,ভয় কে ভয় করে আজকাল ।
ঈশ্বরের আগুন সম্ভাবনায় এত যে খিদে
আমরা জানতামই না এতদিন।
শধু আগুনে হাত দিয়ে বুঝি কেমন একটা বরফ নদী বয়ে যায়
সময়ের মেরুদন্ডে।
আগুন এতদিন সার্থক ভাবে নিয়মিত দিনে ,রাতে পুড়িয়েছে আমাদের
কেমন একটা মিষ্টি প্রলেপ আছে আগুন স্পর্শে।
জানি তুমি বোঝো
পালানোর রাস্তা, গাড়ি, জুতো-জানালা দরজাও সব ঢেকে গেলে
কিছু মৃতদেহ শুধু জীবিতের অভিনয় করে
আর অভিনয়গুলো অনেকটা কান্নার মতো একলা বাঁচে।
বরং আগুন ভালো
আসলে পুড়তে বেশ লাগে আজকাল।
আমরা আজকাল একটা আগুন খেলা খেলছি
স্মৃতি যা কোনো আগুনে পোড়া ভয়ানক মুখ ,যা ভয় দেখায়
যেমন তোমার একলা বাঁচতে চাওয়া।
আমিও তো পারি
অনেকটা আগুনের ভঙ্গিমায় দাবানল হয়ে জুড়োতে সময়কে
তোমাকে পুড়িয়ে তোমার মতো বাঁচতে।
No comments:
Post a Comment