Thursday, October 31, 2019

আর তারপর

আর তারপর
.... ঋষি

তুমি নিজেকে  ফিরিয়ে এনেছো নিজের কাছে
তাই এতো আলো।
তোমার ভিজে অভিমানগুলো তুমি শুকনোলঙ্কা ফোঁড়ন দিয়ে
রেঁধে ফেলেছো কোনো অনবদ্য প্রেম।
তুমুল গর্জনে মেতে উঠছে তোমার সমুদ্র উপকূল
শহরে কান পাতলে শুনতে পাবে
তোমার কবিতা।

তোমার কবিতা পরে আমি হেঁটে যাবো অনন্ত আলোকবর্ষের দিকে
এক এক করে খসে পড়বে সময়ের কাঁটাগুলো।
সারা সময় জুড়ে কবিতা বৃষ্টি হবে
ঝরতে থাকবে মানুষের কথা ,ভালোবাসার কথা ,অভিমানের কথা
কিন্তু কোথাও সময় থাকবে না।
চোখ বন্ধ করে চোখ খুলবো
কোনো ম্যাজিক
অন্ধকার ,কোলাহল ,প্রতিবাদ ,প্রতিশ্রুতি পেরিয়ে এক অন্য দেশ
শান্তি ,
আমি চলে যেতে চাই তোমার হাত ধরে।

তুমিও চলে এসো সাথে
আমার কবিতা বুকে তুমিও যেন আমার সময় হয়ে ওঠো ,
এই আশা করি
আর
তারপর   .......... 




No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...