Wednesday, October 23, 2019

ফসিল


ফসিল
.........ঋষি
=====================================
তোমায়  নিয়মিত লেখাটা
হয়তো ঘ্যানঘ্যান করে এগিয়ে চলা সময়ের কাঁটা।
কে শুনছে ,কি শুনছে ,কি বুঝছে
এইসব বেকার চর্চা সার্বিক সময়ের পাললিক ফলকে
অজস্র ফসিল যেন।

ঘুম আসছে না
মিস করছি ,
বারংবার তাকাচ্ছি ম্যাসাজের ইনবক্সে  লোকানো তোমাতে
বোকার মতো চেয়ে আছি হাওয়ায় ভাসানো তোমার মুখের দিকে।
কি ভাবছি ,কেন ভাবছি
কতটা কাছে গেলে তোমাকে পাওয়া হয় ,
সব কেমন গুলিয়ে যাচ্ছে ,ঘুম পাচ্ছে ,ঘুম পায়
তুমি পেলে।
প্রেমে পড়ব কিশোরী তোমার পরজন্মে সদ্য জন্মালে
আবার নতুন করে, তুমি মন দিও না পাথরে।
আমার নষ্ট জন্মে আমি কখনো স্বপ্ন দেখি নি
শুধু দুঃস্বপ্নে তোমার বিচরণ
অথচ তোমায় লিখছি, মনে পাপড়িগুলো খুলে
যেন ফুল ফুটছে অসময়।

তোমার নিয়মিত লেখাটা
অভ্যেসে দাঁড়ানো আমার শরীরে ঝরতে থাকা ঘাম।
শব্দগুলো পুজোর মতো তিলে তিলে তোমায় ছুঁয়ে
তুমি  জন্মাচ্ছো আবার
আবার পরজন্মে আমার হবে বলে। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...