Saturday, October 26, 2019

ফিল ইন দ্যা ব্লাঙ্কস


ফিল ইন দ্যা ব্লাঙ্কস
.... ঋষি

গভীর রাতে শব্দরা নিঃশব্দ ছায়ার মতো
ভিজে শরীরে দাঁড়িয়ে থাকে।
শুন্যের আড়ালে সব শুন্যস্থান স্থির সর্বদা
এমনকি নক্ষত্ররাও পিঠ ফিরে শুলে ভ্যানিশ হয়ে যায়।
.
এগুলো ম্যাজিক নয়
সময়ের আবর্জনা গায়ে মেখে মাথার নিউরোনের লুডো খেলা।
নেই কোনো আবদার ,কোনো হাওয়া খেলা
চুপটি করে দাঁড়িয়ে একলা ভিজে যায় আকাশের দিকে তাকিয়ে।
মানুষের দরদাম করে কেনা ভেষজ সমস্যাগুলো
হাই তোলে অন্ধকারে।
.
আসন্ন মৃত্যু সভ্যতায় নিঃশব্দ তখন শব্দ হয়ে
হাওয়ায় হাওয়ায়।
গাছের পাতার দুলে দুলে ঢলে পরে কালো অন্ধকার  আকাশে
তারপর হঠাৎ সভ্যতায় নক্ষত্র বৃষ্টি হ,য়
ধ্বংস পৃথিবীর মোড়কে শব্দরা চিৎকার করে
হয়তো ছায়াসঙ্গী
কিংবা নির্ভুল ফিল ইন দ্যা ব্লাঙ্কস। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...