প্রতিশব্দ
... ঋষি
রাতে ঘোড়া বেচে ঘুমোবি
তুমি বলেছিলে ,
প্রশ্ন করা হয় নি মানুষ ঘোড়া বেচে কি করে ঘুমোয়।
রাতে আমার বিষাক্ততা আসে
ঘরের সিলিঙে ঘোড়া দৌড়োতে থাকে নিজের রোজনামচায়
আর আকাশে তখন গোল চাঁদ।
বোরোলিনের হিসেবে ,গুঁড়ো কাপড় কাচার সাবান ,গুঁড়ো লঙ্কা
মাছের বাজারে ঢুকে বেশ কয়েকবার চমকে উঠি ,
তুমি বলো ভালো থাক।
আমি তাই ভালো থাকা খুঁজি আকাশের গায়ে
হাজারো উদযাপন ,পাড়ার সানাই ,গুঁড়ো হলুদ আলোয় সেজে ওঠা শহর
আমি ভালো থাকা খুঁজতে থাকি।
পথ চলা
আবারো সকাল, সূর্য ওঠে
আমি ভিড় ঠেলে উঠে পড়ি অফিসটাইমের উচ্চতায়
ঘেমে নেয়ে ফিরে আসি
স্বঘোষিত বেঁচে থাকায় ।
জানি ফিরে যাওয়া যায় না ,
জানি বদলায় না ,
শুধু নিয়মমাফিক ঘোড়া দৌড়োতে থাকে অক্লান্ত না জানাতে।
তারপর গল্পটা লেখা আছে ঠাকুমারঝুলিতে
আর প্রতিদিনকার আয়নাতে গড়িয়ে নামা ঘামে
জীবনে প্রতিশব্দ।
No comments:
Post a Comment