গন্তব্য
.... ঋষি
১
যে সব কথা ভেবে আমি ক্রমশ মৃত হয়ে যাই
এই শহরের দস্তানায় বরফ জমিয়ে ফেলি ,
তাদেরকে সাধারণত দেখি
চৌরাস্তায় হলুদ আলোর ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে একা
শুধু গন্তব্যের খোঁজে।
২
অন্ধকার হলে চারিপাশ থেকে চেপে ধরে ক্ষত মুখগুলো
আলাদিনের প্রদীপের আলোয় বোধ হয় ঘুম আসে।
আমি ঘুমের মধ্যে রৌদ্র নিয়ে হাজির হই
তোমার দরজায়
দরজা খোলে না ,শুধু ঈশ্বরের শব্দ শুনতে পাই।
৩
আমার একলা দাঁড়িয়ে থাকার স্বভাৱে
এই শহরের বুকে জমতে থাকে হাজারো অভিমান।
সেই অভিমানে পথে এক হাঁটু জল ভেঙে
তোমার রিকশা আসে ,একই পথে পথ হারানো থেকে
মন্দিরে বেজে ওঠে সময়ের ঘন্টা।
৪
আমি অন্ধকার থেকে ফিরে এসে মৃত শরীরে
আবার জড়িয়ে ধরি এই শহরের বরফ।
ক্রমশ শীতল হতে থাকি
শরীরের রক্তগুলো আরো বেশি নিয়ন্ত্রণহীন বেওয়ারিশ
শুধু নিশ্বাস খোঁজে।
No comments:
Post a Comment