Saturday, October 19, 2019

পেইনকিলার


পেইনকিলার 
................... ঋষি
=======================================
রূপকথার শহর
পাহাড়ের মুখ ,দুরন্ত জঙ্গল আর অঙ্গীকার বাঁচার ইচ্ছে। 
আজকাল দুরন্ত পাহাড় বেয়ে প্রতি মোড়ে
আমি মুখোমুখি সময়ের ,
অতীত থেকে ভবিষ্যৎ সবটা বেয়ে যেন খরস্রোতা নদী।

কবিতার মুখ বদলাবো
তোমার রাতজাগা যন্ত্রনা মাখা আমার  কোনো হারাতে থাকা দিন।
সময়ের কাব্য
তোমার  চোখে এমন করে দিন শুরু হয়  আর আমি
হারিয়ে  যাই সহস্র কারনের ভিড়ে।
কি অদ্ভুত না
উলটো করে বোবা জীবনের সুরে অনবদ্য কোনো কথন
জীবন ফুরিয়ে আসে ,
মুখের পাশে উঠতে থাকা রক্ত
তোমার গল্পকথা।

রূপকথার শহর
দুরন্ত কোনো বৃষ্টি ভেজা দিন ,শহরের কোনো লুকোনো কবিতা।
তোমার ২৬ তা হাড় জুড়ে যন্ত্রনা
পেইনকিলার লুকোনো আরো অজস্র বাঁচা
ধুস ভালো লাগছে না আর। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...