Saturday, October 26, 2019

মিঠেল হাওয়া

মিঠেল হাওয়া
.... ঋষি

মিঠেল হাওয়া ,এক সমুদ্র মেঘ ,মেঘ ভাঙা বৃষ্টি
গড়িয়ে নামা তৃপ্তির সাথে সময়ের বিচরণ।
জীবনটাকে জানা ,ভালোবাসা
স্পর্শের ঢেউয়ে হৃদয়ের সমুদ্রে তুফান কোথাও তোমায় ছুঁয়ে।
.
সময় ভেঙে তৈরী ,কোনো অধিকার
ঠিক মিঠেল হাওয়া।
.
মাটির সবুজ গন্ধ
দূরে দিক চক্রবালে সময়ের ঘরে ফেরা ,
খোলা আকাশ।
.
৩৭ সময় পেরিয়ে আজও আমি জন্ম নিতে চাই নি
আজ এ জন্ম শুধু খোলা আকাশে।
ঘুম ভাঙা ঠোঁট ,এগিয়ে আসা উর্বরতা ,আখরোট ঠোঁট
তবু বৃষ্টি ভেজা ,
গড়িয়ে নামা তোমার গভীরতায় আমার গন্ধ।
ঠিক বুঝতে পারি
তোমার এক চিলতে হাসি ,আর ভাঙা মেঘে বৃষ্টি
আমি ভিজতে থাকি।



No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...