Wednesday, October 23, 2019

মীরজাফর

মীরজাফর
.... ঋষি
=======================================
অন্ধকারে নিজেকে পোড়ানো খুব সহজ
যেমন হঠাৎ পথ চলতি একলা বৃষ্টি।
মানুষ আলো খোঁজে
খোঁজে নিজেকে অন্যের মাঝে বাঁচার তাগিদে প্রিয় সময়।
অথচ সময় মীরজাফর
ভেঙে ফেলে সিরাজদৌল্লার দুর্গ অক্লেশে।

সভ্যতাকৌশলী সমাজ
তার হাতে পাথুরে তলোয়ার মন বোঝে না ,বোঝে না মনের দারিদ্রতা ।
কি সহজে হত্যা করে নিজেকে নিজেদের মাঝে
কি সহজে নগ্ন করে আত্মা মানুষ মানুষের মাঝে।
মাঝে মাঝে মনে হয় সব মিথ্যা
মিথ্যা আলোর স্রোতে ভাসতে থাকা এই সমস্ত গ্রহটা।
সুদূর জানলা
সেই জানলার ভিতর প্রবাহিত ঈশ্বরের খোঁজ সন্ধ্যা ।
অথচ  এই পাথরসঙ্গম এই জ্যান্ত হাড়িকাঠ
 যা কিছু অস্থাবর আলাপ মানুষের সবটাই ক্ষনিকের। 

অন্ধকারে নিজেকে পোড়ানো খুব সহজ
কিন্তু খুব কঠিন একলা সময়ের দরজা পেরিয়ে বেঁচে থাকা।
মানুষ জীবন খোঁজে
খোঁজে নিজের বেঁচে থাকা সময়ের আলোয় ,সময়ের সাথে।
অথচ সময় মীরজাফর
যে অবলীলায় হত্যা করে বিশ্বাসী মানুষকে। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...