Thursday, October 3, 2019

শিরোনামাহীন


শিরোনামাহীন
.... ঋষি
=======================================
পৃথিবী আসলে সেরকম নয় ,মনের মতো
পৃথিবী অনেকটা সময় কাটানো উপযোগের উদযাপন চলন্তিকা।
এই ধরো আজ পঞ্চমী
তুমি ভাবছো পৃথিবীতে কত সুখ ,কত আনন্দ।
সত্যিটা আসলে এই সময় রাস্তায় গাদা ভিড়
শুধু ঠাকুরের নয় ,ঠাকুর দেবতার।

আসলে পৃথিবী একটা গবেষণাগার
তুমি আর আমি শুধু গবেষণার অঙ্গ মাত্র ,
শুধু আমি তুমি নয় ,আমাদের পিতা ,পিতামহ
সমস্ত মানুষ জন্ম।
তুমি ,আমি খুঁজছি  আলো, অন্ধকার, দুঃখ প্রেম, বেদনা এবং খুন
কুঁড়ে কুঁড়ে দেখছি আমরা সবাই কোনটা কান্না
কোনটা আনন্দ ,কিংবা স্নেহ।
আসলে আমরা আবিষ্কার করছি সময়
আবিষ্কার করতে চাইছি নিজেকে ,খুঁজে পেতে চাইছি নিজেকে।
আমরা আসলে ভালোবাসা খুঁজি ,ভালোবাসায় মত্ত থাকি
সত্যি কি তাই
আমরা মত্ত থাকি নিজের গভীরে ,নিজের বাঁচায়।
আসলে আমরা সকলে স্বার্থপর
ভালো করে ভাবলে চলন্তিকা ভালোবাসা কি জীবিত থাকে ?

পৃথিবী আসলে সেরকম নয় ,যেমন চাওয়া
পৃথিবী আসলে উদযাপন কিছুটা ভালো থাকা কিংবা ভালো থাকার চেষ্টার ।
এই ধরো আজ পঞ্চমী
তোমার চুলে লাগানো রং ,ঠোঁটে কোনে মৃদু হাসি।
কি বুঝছো ভালো আছি ,খুব ভালো
আসলে মানুষ ভালথাকে চায় ,কারণ বাঁচতে চাই যে। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...