Saturday, October 26, 2019

বৃত্ত

বৃত্ত
........ ঋষি

জীবন  খুব  সাধারণ
সাধারণ  জীবন  ,তাই  বোধ  হয়  হেঁটে  যেতে  হয়  আগুন  দিয়ে  রোজ।
আচমকা  ঝলসে  ওঠে
সাড়ে  ছেচল্লিশ  ইঞ্চি ছাতির  ভিতর  একটা সময়  কাঁদতে  থাকে।

নষ্ট  শৈশব
নষ্ট  সময়ের ভীত।

নড়ে  ওঠে  পৌরাণিক  প্রাচীন  নিস্তব্ধতা
আমার  মতো  একটা  মানুষ  একলা দাঁড়িয়ে  থাকে  শহরের  চৌরাস্তায়।
দুদিক  দিয়ে  ক্রমাগত  আসা  যাওয়া
কালো  ধোঁয়া  ,দমবন্ধ  লাগে
হাতে  মুখে  কেমন  সময়ের  কালি  লেপ্টে  থাকে।

জীবনে  কাছে  জীবনের  বোঝাপড়া  ক্রমশ  আরো  ছোট
রোজ  বৃত্তি ,চেনা বৃত্ত
সময়  ঘুরতে  থাকে।

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...