Thursday, October 31, 2019

সুখ


সুখ
.... ঋষি

চলন্তিকা অনুভবে নিলাম
অনুভব শব্দের গা বেয়ে অজস্র সবুজ ঝুড়ি ,
প্রাচীন মহীরুহ।

শেষ হবে কি করে
ক্রমশ সমস্ত সত্ত্বার বাইরে নিজেকে খুঁজে পাওয়া।
নীল আকাশ ,
বোতাম ছেঁড়া রৌদ্র ,পথচলা অসময়ে।
দূরবীনের পিন পয়েন্টে রাখা সেই পাহাড়ের শীর্ষ
সবুজ নদী ,গভীর জঙ্গল ,
এই বুকে দাবানল চিরকালীন।
শুধু চলন্তিকা তোর আখরোটে লেগে বাঁচার লোভ
শূন্য কালীন যুদ্ধ তৎপরতা
কেমন একটা ছায়া জড়িয়ে যায়
বাইরে শেষ সময়ের ভাঙা রৌদ্র জানলার গ্রিল জড়িয়ে।

চলন্তিকা অশেষ
আমার এই কবিতার মতো কিছু অদ্ভুত পৃথিবীতে বেঁচে।
গভীরে যাও ,আরো গভীরে ,দমবন্ধ লাগুক
তবু তোমার খোলা বুকের গন্ধে ক্লোরোফিল সখ্যতা ,
আর আমার পুরোনো জঙ্গল,সবুজ সুখ ।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...