Tuesday, October 29, 2019

নক্ষত্র

নক্ষত্র
.... ঋষি

আগামী
অদ্ভুত কোনো মায়া সকাল
লিখে চলা আবৃত্ত জীবন ক্রমশ মাকড়সার জাল।
দুর্বলতা
নিজের গভীরে বেঁচে থাকা সবুজ জঙ্গল।

দূষিত আবর্তন
যদি একবার গলা ফাটিয়ে চিৎকার করা যেত।
গলার কাছে নিকোটিন রোগ ,
লোমহর্ষক কোনো কাহিনীর নায়ক হেঁটে চলে মায়া জাল ছিঁড়ে
নক্ষত্র জন্ম নেয় তোমার ভাষায়,
অথচ জানা হয় নি সত্যি কি নক্ষত্র জন্মায়
যদি জন্মায় তবে কি মৃত্যু সত্যি।
এই সব গল্প কথা ,এই সব ভাবতে নেই
সত্যি ভাবতে নেই যেমন বেঁচে থাকা।

বর্তমান
একটা ছেঁড়া ন্যাকড়া জড়ানো তত্ব কথা
ফেলে আসা জীবনের অজস্র অন্ধকার পর্যায়।
চিরকালীন
অভিশাপ মৃত নক্ষত্র সর্বদা আলো বিহীন। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...