Tuesday, June 2, 2020

বান্ধবী মন




বান্ধবী মন 
.... ঋষি 

আকাশ বলেই ডাকতো সবাই 
যখন কালবৈশাখী খোলা চুলে ঢেকে দিত সবুজ সময় 
তখন বান্ধবী মন 
একলা ভীষণ 
সত্যি বলছি মনে পড়তো তোমায়। 
.
এতদিন 
ঠিক কতদিন ?
যেদিন আগুন আমায় সোনার রঙে রাঙিয়ে দিলে 
বাড়লো জ্বর ,পুড়লো শরীর ,উড়লো বাড়ি ,উড়লো যে গাছ 
উড়লো মন ,
বান্ধবী মন আদর তখন 
ভীষণ জ্বর। 
.
চলন্তিকা তুই আকাশ জুড়ে 
কেন খুঁজিস বৃষ্টি এমন ,
জানি আমি মনের ভিতর ইচ্ছে ভেঙে সময় গড়ে 
একলা তখন কাঠবেড়ালি বিনয় ছুঁয়ে স্পর্ধা ভাঙে। 
জান্তব এই  কামগুলো সব স্পর্ধা  ছুঁয়ে  বৃষ্টি  নামে
সত্যি বলছি বান্ধবী মন চলন্তিকায় খুঁজছে মানে। 
.
পড়তে পারি ,প্রেমে আমি 
এফোঁড় ওফোঁড় বৃষ্টি এ মন 
তোমার কাছে কালবৈশাখী খোলা চুলে মেঘলা যেমন। 
বান্ধবী মন একলা ভীষণ  
একলা এখন চলন্তিকা ,
আরো জোরে বৃষ্টি আসুক শিউলি ধোঁয়া গন্ধ বুকে 
সহস্রাব্দ ঝরে পড়ুক দু এক ফোঁটা বৃষ্টি মুখে। 


 

.

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...