Monday, June 29, 2020

মন কেমন

মন কেমন
.... ঋষি
পরিণত ইচ্ছের মতো জানলার কাঁচে লেগে থাকা বৃষ্টি
টাপুরটুপুর  
…..….........মন কেমনের  বেলা। 
.
মেঘ বলেছে গড়িয়ে নামা সন্ধ্যে
বুকের জানলায় দাঁড়ানো একলা মুখ যেন চুঁয়ে নামা  মনের কার্নিশ বেয়ে বৃষ্টি ফোঁটায় অভিমান, 
আমার শহরের রাস্তায় এক হাঁটু জল
একলা আকাশ, 
কাদা মাখামাখি মন 
তোমার হাতের আঙুলে আজও ধরা আমার জন্মের রেত। 
.
জীবন ঈশ্বরের নামে প্রহসনের দরজায় প্রশ্ন খোঁজে
খোঁজে চোখের আলোয় লেগে থাকা পবিত্র সুখ সময়ের মাটি ছুঁয়ে, 
সমস্র জীবনযাপন যখন একলা হয়ে যায়
ঠিক তখন বৃষ্টি পড়ে 
মাটির সোঁদা গন্ধে
...….................আর বৃষ্টি ফোঁটায় 
মন কেমন।    

  

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...