ক্রিটিকাল সার্ভে
... ঋষি
.
নতুন করে যদি প্রেমে পড়িস ,
উহু কোনো দুঃখটুখ না ,সোজা পা ধরে ছুঁড়ে ফেলো দেব রেলিঙের বাইরে ,
আমি শান্তি কামনা কিংবা শোভাযাত্রায় বিশ্বাসী নই মোটেও।
যেমন ছোটবেলায় বড়োদের বড়ো হবার কারণে
ভেঙে যায় প্রিয় পুতুলের হাত
কিংবা ঘরের এক কোন পরে থাকে ছেঁড়া আঁকার খাতা
ঠিক তেমন ।
.
আজ জানি পুরো ব্যাপারটা একটা মেগা সিরিয়াল
ভালোবাসা একটা কই মাছের জান ,
বারংবার ফিরে এসে প্রমান দেয় তার মৃত্যু নেই।
এই যে সাত মিনিট সাতান্ন সেকেন্ড ধরে আমি তোর কানের দুল ঘাটলাম
তার আসল মন্ত্রটা হলো
আমি কি বেঁচে আছি তোর কাছে।
.
এখন এই সব মৃত্যু নিয়ে নো ক্রিটিকাল সার্ভে
ক্রিকেট খেলবো ,
প্রতিটা বাউন্ডারির পর বল কুড়িয়ে কবিতায় লিখবো ছক্কা।
চিৎকার করবো বাথরুমের কমোডের ফ্ল্যাশের মতো
কেউ বুঝবে
চিতায় কেমন পট পট ফাটতে থাকে সময়
তুই ঠিক বুঝে যাবি তখন।
.
হাসি পাচ্ছে
তুই আসবি তখন দেখিস
আমাকে প্রশ্ন করবি এতটা হৃদয় পোড়ালি কি করে ?
আমি তখন পুরনো কবিতা ছেড়ে
নতুন ফরম্যাটে লিখবো
নতুন করে যদি প্রেমে পড়িস ,
উহু কোনো দুঃখটুখ না ,পুরো গলা টিপে মেরে ফেলবো
তুই ভাববি
হলো কি আজ , পুরো বাচ্চা একটা,পুরো পাগল।
No comments:
Post a Comment