... ঋষি
১
হতাহতের দৃশ্যের ভিতর আমি নেই
আমরা নেই ,
রাষ্ট্র নেই।
আছে অনেকগুলো জমে থাকা মৃত শব
আর সময়ের চোখে টার্গেট।
.
২
.
কনসেপ্টচুয়াল পৃথিবীর ভিতর অন্ধকারে চাঁদ ,ভিজে তোমার ঠোঁট
আর প্রধানমন্ত্রীর মন কি বাত ,
দৃষ্টান্ত মূলক শান্তি চাঁদে খরগোশ থাকতে পারে
তোমার কল্পনাও
কিন্তু জল নেই ,শুধু তৃষ্ণা।
.
৩
.
পকেটের ভিতর শুয়ে আছে অসংখ্য না কেনা স্বপ্ন
সম্ভব না
যেমন আকাশের চাঁদ কেনা।
বরং এক প্যাকেট কন্ডোম কিনে নেবো জনসংখ্যা রুখতে
পুরুষের শরীর আর যোনির খিদের উত্তর ডিসপোসাবলে সঙ্গম এই মুহূর্তে ।
.
৪
.
বৃথা খিদে দাঁড়িয়ে আছে ভারতবাসীর উঁকি মারা আদুল শরীরে
যে দেশ পৃথিবীর তিননম্বর বিছানায় শুয়ে রোগগ্রস্থ
সেখানে শরীরের মৃত্যু স্বাভাবিক।
যে দেশে অন্যের বৌ নিজের হয়
সে দেশে বন্টনের চালে লুটতরাজ স্বাভাবিক।
.
৫
.
রক্ত দেখলে মাথা ঘোরে মানুষের ,
তবে ঋতুর রক্ত চলন্তিকা শুধু মাত্র ১১ টাকার স্যানেটারি প্যাডেই লাগে না
আর যাদের প্যাডের বদলে পেট ,
তাদের সবটাই রক্তাক্ত
আর আমাদের মতো ,রাষ্ট্রও অপারক ,ফিলিং সন্ন্যাসী।
No comments:
Post a Comment