Friday, June 26, 2020

আরো গভীরে যাও


আরো গভীরে যাও 
.... ঋষি 

যতটা পারি লিখে রাখি 
সময় ফুরোলে স্লেটের চকে সহজপাঠ বড় দরকারি যন্ত্রনায় 
আমরা আসলে একলা গ্রহতেই থাকি। 
জানো  কবি 
আমাদের মতো আরো ,আরো অনেকে যারা তোমার স্পর্শে বাঁচে 
তাদের জন্য চিরকালীন একদা দাগ থেকে যায় 
কিছু দাগ মেটে না কখনো। 
.
আরো আলো আরো আলো। এই      নয়নে, প্রভু, ঢালো।
সুরে সুরে বাঁশি পুরে। তুমি    আরো আরো আরো দাও তান ॥ 
অদ্ভুত বিরহ ,অদ্ভুত প্রেম ,অদ্ভুত সৃষ্টি 
ঈশ্বরের অনুভূতিতে তুমি ,তোমার স্পর্ধা 
আমাদের প্রেমিক করে যায় 
আর সেই ছোট্ট  মেয়েটা তোমার কলমে হয়ে ওঠে কাবুলিওয়ালার মিনি । 
.
আসলে আদৌ কিছু শেষ হয় না কখনো 
আসলে আদৌ কিছু নিজের হয় না কখনো 
তোমার প্রতিটা যন্ত্রনা ,তোমার প্রতিটা রক্তক্ষরণে  তুমি ঈশ্বরের মতো 
সৃষ্টি করো পৃথিবী ,
তোমার সৃষ্টি অমল নামক ছেলেটা জ্বরের মধ্যে প্রলাপ বকে 
তোমার স্পর্শে শহরের পোস্টমাস্টার রতনের কাছে ছোট হয়ে যায়। 
তোমার নিভৃত ধ্যান 
তোমার সৃষ্টি শান্তিনিকেতন 
চেতনার বাস তোমার গভীরে ,
সত্যি কি কোনো একটা দিনে তুমি  আমাকে ছেড়ে যেতে পারো 
সত্যি কি কোনো  একটা দিনে তুমি আমাদের ছেড়ে যেতে পারো 
যেখানে আমাদের একই গ্রহে বাস 
সেখানে ২২ শে শ্রাবন কখনোই থাকতে পারে না। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...