Wednesday, June 24, 2020

আটতালি


আটতালি 
... ঋষি 
.
১)  তুমি 
.
 সমুদ্র বুকে স্তম্ভিত কিছু স্তব্ধতা 
বেড়িয়ে এলে দরজা খুলে নীল আকাশের পাখি 
আমি অপেক্ষায় ,
যেমন থাকি রোজ 
আজও আছি। 
.
২)নীল শাড়ি কিংবা আকাশি সালোয়ার 
.
আকাশ ছুঁতে ইচ্ছে করে 
ইন তমান্নামে কুছ উমিদ তুঝে ছুঁকে মুঝে  ছুঁ যাতি হ্যা ,
ইন হাওয়ামে তেরি ইয়াদে মুঝে তরপাতি হ্যা। 
.
তুমি হেঁটে আসছো আমার দিকে 
শুধু নীরব পৃথিবীতে একমাত্র 
আর তুমি 
.
৩)সব সত্যি ,সব মিথ্যা 
.
ডুবে যাচ্ছি কেন 
হঠাৎ তোমার শরীরের পারফিউম  ক্রমশ আরো গভীরে 
ঠোঁট ছুঁয়ে সোজা বুলেট 
ঢিচক্যাও। ......
সব যদি সত্যি হয়ে যেতো। 
.
৪)সিধি সি বাত 
.
কে তুমি প্রিয়ে 
আমি কোথায় ? এক সমুদ্র মেঘের উপরে দিয়ে ভাসছি 
ভাসছি 
তারপর দুম পটাশ 
জাদা তুমমে সামা জানা হানিকারক হ্যা 
but দিল তো বাচ্চা হ্যা জি। 
.
৫)পুরোনো এক্সের জন্য 
.
এতটা তুমি ,এতটা তুমি 
বাকি সব মিথ্যে ছিল ,এই জন্মে শুধু তুমি আমার ,
পুরোনো সিনেমামহল থেকে জনতা দিচ্ছে হাততালি 
আহারে  ......
আহারে মাই ফুট 
আমি তো থেমে থাকি নি। 
.
৬) প্রথম তুমি 
.
প্রতিবারে প্রথম তুমি 
তারপর বিপ ,তারপর বিপ ,,,তারপর শরীর এসে যায় ,
কিসের দোষ বলুন তো 
ভালোবেসে শাড়ি খোলা যায় না প্রেমিকার 
তবে বুকে হাত দিলে ,নিজেরও বুক কাঁপে ,
অভিশাপে 
না পাপে। 
.
৭) আশিকি 
.
আজ আড়ি কাল ভাব 
কোলবালিশ জড়ালেই ফুটে ওঠে অনবরত তুমি ,
আর চোখ বন্ধ করলে 
কমব্যক্ত ইশ্ক হঠাৎ তুমি হয়ে যায় 
সংজ্ঞায় বিভ্রম 
সব  তো নতুন এখনো। 
.
৮) বেঁচে থাকা অল আউট 
.
সমুদ্র বুকে স্তব্ধতা ,তুমি তাকালে নাকি ,
রাস্তার লাইটপোস্টের নিচে সিগারেটে পোড়াচ্ছে অবুঝ সময়। 
তুমি পেরিয়ে চলে গেলে  অপেক্ষা 
অথচ আমার  আগামীর দিনগুলোও এমনি দাঁড়িয়ে তোমার দরজায়।  
হাততালি সময় ,হাততালি  তোমরা 
বদলে 
আমার আটতালি। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...