Wednesday, June 3, 2020

মানুষের শেষকৃত্য


মানুষের শেষকৃত্য 
... ঋষি 

যন্ত্রনাদের জন্য বুকে ছাপ্পান্ন ইঞ্চিতে অনেকটা ক্ষত 
আর বাঁচার জন্য মানুষের মানসিকতায় লুকোনো বিপন্নতা ,
খবরটা শুনলাম একটা হাতির মর্মার্ন্তিক খুন মানুষের জঙ্গলে। 
যে জঙ্গলে রোজ সকাল থেকে মানুষের বাঁচাটা একটা যুদ্ধ 
আর যুদ্ধে তো হারজিত থাকে 
বোকা হাতিটা বুঝতে পারে নি সে কথা। 
.
বোকা হাতিটা জানে না 
মানুষ নামক জীবটা দুটো ভয়ে বাঁচে প্রতিদিন ,
এক রোজ সকালে সে চোখখুলে পৃথিবীর আলো দেখবে কিনা 
আর দুই মানুষের জঙ্গলে অন্য কোন মানুষ তার ক্ষতি করবে কিনা। 
বোকা হাতি বোঝে কি সে কথা 
মানুষের বাঁচার এখন ভীষণ পছন্দের রং হলো লাল 
আর মোটেও সবুজ নয়। 
.
মানুষের নিশ্চয় এখন লজ্জা করছে 
একটা হাতি আর তার বাচ্চা আর দেখবে না কালকের পৃথিবী। 
তবে কালকের পৃথিবীতে 
খুব জোর লাইভ শো হবে ,হবে কথামৃতের  মতো হাজারো সভা ,
এতক্ষন নিশ্চয় হাতিটার শেষকৃত্য হয়ে গেছে 
কিন্তু কথায় আছে মরা হাতির দাম লক্ষ টাকা ,
এতক্ষন বোধহয় হাতির থেকে পাওয়া টাকা জঙ্গলের গর্ভমেন্ট ডিক্লিয়ার করেছে 
করোনা ত্রানে যাবে। 
কি বুঝছি আমরা ?
হাতিটা ভীষণ ভুল করছে ,ভুল করছে  গাছ ,পাখি ,পাহাড় ,নদী
তাই সবাইকে মেরে ফেলতে হবে। 
শুধু মানুষ বাঁচবে অন্ধকার একটা মৃত পৃথিবীতে 
আর মানুষ তাদের বুকের ছাপান্ন ইঞ্চি ঠুকে দাবি করবে 
তারা পৃথিবীর শ্রেষ্ঠ এবং শক্তিশালী জীব 
তারপর সবশেষে পৃথিবীতে যদি আর কেউ জীবিত না থাকে  
মানুষ হত্যা করবে একদিন মানুষকে। 



No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...