নজ্জা না লজ্জা
.... ঋষি
প্রধান মন্ত্রী ঘোষনা করলেন সোনার ভারতবর্ষ
আর সেদিন তিন সন্তানের মা ফুলমনি বিক্রি করলো তার তেরো বছরের মেয়েটাকে।
চেনেন আপনারা ফুলমনিকে
আসুন পরিচয় করিয়ে দি
নাম ঃফুলমনি, বয়সঃউনত্রিশ, গ্রামঃমানুষের, জাত ঃ মানুষ।
স্বামী চুরির অপরাধে জেলে আজ তিনমাস
দুই সন্তান অথচ তার পেটে আরেকটা পাঁচ মাসের।
.
নিজস্ব সংবাদদাতা ভারতবর্ষ পত্রিকা থেকে প্রশ্ন গেলো ফুলমনির কাছে
ছি ! আপনার লজ্জা করলো না আপনি না মা?
ফুলমনির উত্তর দিল
অ বাবু গো তুকে কি বুলি ,তু বোল বাবু ?
খাললি পিট্যে কি মা হউয়া হয়য় ?
মা হউয়া যায় পিট্যের খিদায় ?
মরদ টা জিলে গিছে পরান জুড়ায়ে ,
কি কুরবঅ গ্যেরামের মুড়োলের বুরাবর চুঅখ ছিলঅ
গো ঝরণার দিকা ।
জানিস তুঅ বাবু ঝরণা মিয়াটা গো ভালো দিখত্যে ,
গায়ে গতরে আমার মুতো ছিবরা লয় ।
দিলম বিগরি কুরে ।
খিত্যে পাবিয়ে ভালো বাঁইচবে ....
আর ছিলাটা আর পিট্যের টও তু বাঁইচতে হবেক আমাদিগে ,
আর কি বুলিস গরিব মানুষের আবার নজ্জা , ন্যাংটা লুক্যেদের নজ্জা
হাসাইলি বাবু ,
.
প্রধান মন্ত্রী সেদিন ঘোষনা করলেন সোনার ভারতবর্ষ
তার বছর পাঁচেক পরে মানুষের গ্রামে গিয়ে জেনেছি
ফুলমনির মেয়ে ঝর্ণার খোঁজ পাওয়া নেই গ্রামের মোড়লের কাছে
জিজ্ঞেস করায় মোড়ল বলেছে
বদচরিত্র মেয়েছেলে মরেছে, মরেছে হয়তো কোথাও গিয়ে,
ফুলমনির স্বামীও ফেরে নি জেল থেকে,পালিয়েছে শহরে।
এই ব্যাপারে ফুলমনিকে প্রশ্ন করায় জানতে পারলাম
ভালো আছে সে, শুধু তার পেটে যেটা ছিল বাঁচে নি
শুধু তার পেটে নাকি পৃথিবীর খিদে
আর গলায় একটু ব্যাথা
কারন গত রাত্রে আচমকা তার গলা চেপে ধরে ছেলেটা বলেছে
খিদে পেয়েছে, খেতে দে।
No comments:
Post a Comment