এমন অনেক কিছু
ঋষি
.
" বলে দেবো "
সমুদ্র জাগুক, তোর জানলায় দাঁড়িয়ে অন্য সকাল
অন্ধকার ঘর,
মেয়েটাকে বলে দেবো ভরা জলের গ্লাসে মিথ্যে ঘুমিয়ে সময়
এই ভাবে ভালো থাকা যায় না।
.
" ভাববো "
একটা গুছোনো স্বপ্ন কুঁচি কুঁচি করে উড়িয়ে দেবো শহরের রাস্তায়
এফ এম ইন্ডিয়ায় তখন টিপসই দিয়ে লাইনে দাঁড়ানো মেরা দেশ মহান।
মিথ্যে বলতে সত্যি লাগে না
অথচ সত্যিগুলো কত সহজে মিথ্যে হয়ে যায়।
.
" জানবো "
প্রতিটা মৃত্যুর উপর ফটোফ্রেম লাগানো জীবন
জীবন সিম্বলিক
তবুও কি সত্যি মৃত্যুকে মনে রাখতে চাই
রাখতে চাই মাথা বৃথা মৃত্যুর বুকে।
.
" বলবো না "
এমন কিছু সত্যি লাইনে দাঁড়ানো জীবন নিয়মিত সংবিধানে।
সেক্সপিয়ার পড়া মেয়ে
তবু কেন আঁকড়ে ধরতে চায় নিয়মিত অন্ধকার,
তবু আমার মৃত্যু শয্যায় তুমি হ্যামলেট নাটকে।
No comments:
Post a Comment