Thursday, June 18, 2020

ভালোবাসো তো আমায়


ভালোবাসো তো আমায় 
...ঋষি 
.
তোমাকে সন্দেহ করার যথাযথ কারণ নেই
আমার মাথার ২৫০ গ্রাম অভিমান আর ১০০ গ্রাম কষ্ট নিয়ে
সত্যি কি তোমায় অবিশ্বাস করার কোন কারণ আছে? 
.
যে মেয়েটা রাত্রে অফিস থেকে সাড়ে সাততার বদলে নটায় বাড়ি ফেরে
যার বাড়িতে বিছানায় শোয়া অসুস্থ স্বামী, 
সেই মেয়েটাকে রাত্রে তার স্বামী  প্রশ্ন করে " ভালোবাসো তো আমায় "?
যে মেয়েটা কোন পার্টির হুল্লোরের পর তুমুল মদ খেয়ে  বাড়ি ফেরে 
তার প্রেমিক তাকে কোন গভীর মুহুর্তে আদর করতে করতে প্রশ্ন করে
" ভালোবাসো তো আমায় "?
.
" ভালোবাসো তো আমায় "?
এটা কি কোন প্রশ্ন হলো আজকের দুনিয়ায়,
ভালোবাসা কি বলে বোঝাবার জিনিস।
এটা আসলে একটা উত্তর যেটা প্রতিটা মানুষ ভালোবেসে পেতে চায়,
এটা আসলে  মানুষের একটা বাঁচতে চাওয়া
একটা গভীর অধিকার নিজের কাছে। 
.
আসলে  মানুষের পায়ের ফাঁকে একটা চাঁদ ওঠে মনের অন্ধকারে
প্রতিটা মানুষ চায় চাঁদকে অন্ধকারে আলোর মত দেখতে,
কেউ চন্দ্রগ্রহণ চায় না
কেউ চায় না নষ্ট চাঁদ। 
আসলে " ভালোবাসো তো আমায় "?
কোন প্রশ্ন নয়
একটা উত্তর দুজন নর নারীর  একে অপরের বিশ্বাসের।
আমার মাথার ২৫০ গ্রাম অভিমান আর ১০০ গ্রাম কষ্ট নিয়ে
আমি শুধু তোমায় এই প্রশ্নটাই করতে চাই
" ভালোবাসো তো আমায় "?





No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...