আকাশ একটা খাঁচা
... ঋষি
তুমি বাড়িতে একটা পাখি পোষো
তাকে তুমি আদর যত্নে খাইয়ে অনবদ্য হাসতে থাকো ,
তুমি একটা পুতুল
রান্না করো ,পনির রোলের ভিতর হয়তো কখনো ভুল করো।
কিন্তু ভুলগুলো একা থাকে না হৃদয়ের
কারণ হৃদয়ের ভুলগুলোর সাথে জড়িয়ে থাকে কিছু মুহূর্ত।
.
তুমি হাসছো
তুমি পোষা পাখিটাকে জল দিয়ে চান করাচ্ছো
পাখি বলছে মুক্তি
তুমি বলছো চুপটি করে থাক,
এই তো বেশ
তোমার দুঃখের কনিকায় পাখি আকাশ ভুলছে ধীরে ধীরে।
.
এই কবিতায় পাখির একটা বাড়ি আছে
এই কবিতায় পাখির পোশাকে লুকিয়ে আছে কিছু নগ্নতা
এই কবিতায় পাখির ডানায় লেগে আছে সভ্যতা।
তুমি হাসছো
পাখিটা তাকিয়ে আছে তোমার মুখের দিখে
পাখিটা ভাবছে
তুমি একটা পুতুল ,
শুধু ভালো থাকতে চাইছো
কিন্তু পাখিটা যে আটকে আছে ভুলের খাঁচায়।
No comments:
Post a Comment