Thursday, September 9, 2021

অন্যদিন

অন্যদিন 

... ঋষি 


একদিন তুমি ভালোবেসে বলেছিলে আমি আছি 

একদিন আকাশের চাঁদে এক্সরেতে ধরা পড়েছিল কালি। 

.

একদিন অন্ধকার থেকে নেমে এসেছিলেন বুদ্ধং শরণং গচ্ছামি 

একদিন হিরোশিমা পুড়েছিল পারমানবিক জ্বালায়। 

.

একদিন অস্তিত্ব রক্ষায় মানুষের হাজারো বিপ্লব ,রক্ত ফোঁটা 

একদিন অস্তিত্ব বিক্রিতে ধর্ষিত মানুষ আর অধিকার। 

.

একদিন শহরের পথে প্রভাতফেরি আর রবিঠাকুর 

একদিন শহরের ধুলোয় ক্লান্ত মানুষ আর ক্লান্ত সফর। 

.

একদিন স্বাধীনতা মানে মানুষের বোধ আর মানুষের অধিকার 

একদিন বেঁচে থাকা মানে মানুষের মুখে রক্ত। 

.

একদিন কবিতা মানে নবারুণ বাবু ,সুনীল দা আর জয়দাদের কফিহাউস 

একদিন কবিতা মানে ফেসবুকে টুকে চলা বিজ্ঞাপনী বিপ্লব। 

.

একদিন শহর মানে আমার কলকাতা ,আমার হৃদয় 

একদিন শহর মানে শহরের থেকে দূরে চাকুরীজীবি দাসত্ব। 

.

একদিন সম্পর্ক মানে বেঁচে থাকা অধিকারবোধ 

একদিন সম্পর্ক মানে আতি কে খান্ডালা ওয়ান নাইট  স্ট্যান্ড। 

.

একদিন দেশ মানে মানুষের চোখে স্বপ্ন ,সময়ের চোখে মানুষ 

একদিন দেশ মানে একটা ষড়যন্ত্র ,মানুষের কাছে মানুষের দাসত্ব। 

.

একদিন ভালোবাসা মানে শুধুই তুমি,তুমি চলন্তিকা 

একদিন ভালোবাসা মানে জীবনে থেকে দূরে ভালো থাকা। 

.

একদিন কবির কলমে দুঃখ ,সমস্ত একদিনের যোগফল হতাশা 

একদিন কবির কলমে প্রত্যাশা ,সমস্ত একদিনের বদল অন্যদিনে।  

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...