Thursday, September 9, 2021

অন্যদিন

অন্যদিন 

... ঋষি 


একদিন তুমি ভালোবেসে বলেছিলে আমি আছি 

একদিন আকাশের চাঁদে এক্সরেতে ধরা পড়েছিল কালি। 

.

একদিন অন্ধকার থেকে নেমে এসেছিলেন বুদ্ধং শরণং গচ্ছামি 

একদিন হিরোশিমা পুড়েছিল পারমানবিক জ্বালায়। 

.

একদিন অস্তিত্ব রক্ষায় মানুষের হাজারো বিপ্লব ,রক্ত ফোঁটা 

একদিন অস্তিত্ব বিক্রিতে ধর্ষিত মানুষ আর অধিকার। 

.

একদিন শহরের পথে প্রভাতফেরি আর রবিঠাকুর 

একদিন শহরের ধুলোয় ক্লান্ত মানুষ আর ক্লান্ত সফর। 

.

একদিন স্বাধীনতা মানে মানুষের বোধ আর মানুষের অধিকার 

একদিন বেঁচে থাকা মানে মানুষের মুখে রক্ত। 

.

একদিন কবিতা মানে নবারুণ বাবু ,সুনীল দা আর জয়দাদের কফিহাউস 

একদিন কবিতা মানে ফেসবুকে টুকে চলা বিজ্ঞাপনী বিপ্লব। 

.

একদিন শহর মানে আমার কলকাতা ,আমার হৃদয় 

একদিন শহর মানে শহরের থেকে দূরে চাকুরীজীবি দাসত্ব। 

.

একদিন সম্পর্ক মানে বেঁচে থাকা অধিকারবোধ 

একদিন সম্পর্ক মানে আতি কে খান্ডালা ওয়ান নাইট  স্ট্যান্ড। 

.

একদিন দেশ মানে মানুষের চোখে স্বপ্ন ,সময়ের চোখে মানুষ 

একদিন দেশ মানে একটা ষড়যন্ত্র ,মানুষের কাছে মানুষের দাসত্ব। 

.

একদিন ভালোবাসা মানে শুধুই তুমি,তুমি চলন্তিকা 

একদিন ভালোবাসা মানে জীবনে থেকে দূরে ভালো থাকা। 

.

একদিন কবির কলমে দুঃখ ,সমস্ত একদিনের যোগফল হতাশা 

একদিন কবির কলমে প্রত্যাশা ,সমস্ত একদিনের বদল অন্যদিনে।  

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...