Friday, September 24, 2021

শব্দহীন

 শব্দহীন 

... ঋষি 

সময়চিত শব্দহীন কিছু না বলা 

শব্দ দিয়ে  ঢাকা পড়ে যায় ভাবনাদের আগামী 

সব কথা বলা যায় না 

সব হিসেবের  রংহীন আলাপচারিতা আমরা আকাশ খুঁজতে চাইছি 

কিছু অনুভূতি স্তব্ধতাতে প্রকাশিত

নিরিবিলি নির্জনতায় সময়ের আলাপচারিতা। 

 .

ভাবনাদের বাঁধতে চাওয়া ভুল,ছোট ছোট প্রজাপতি হয়ে ওড়ে,

উড়তে থাকে,

       ন

             ব

                  র

                       ত

শব্দহীন ,শরীর কেন কাঁদে মৃত্যুতে। 

.

থামিয়ে দিও না চলন্তিকা ,বলতে দেও 

ভারী হয়ে যাওয়া ঠোঁট মুখবন্ধ সময়ের ঘরে 

হাত ছুঁয়ে দৌড়ে চলে যায় ঝোড়ো হাওয়া

রোদ্দুর চলে যায়- মানুষ চলে যায়,

একের পর এক যায় লোকাল ট্রেন,

দিন শেষের গাড়িটাও চলে যায়। 

অপেক্ষা রাতকুয়াশা 

 তারপর 

চাঁদের দিকে হাঁটা ,রাত পাখিরাও ঘুমিয়ে পরে 

ঘুম আসে না চোখে 

বিভিন্ন সঙ্গতে বেজে ওঠে জীবন 

বিভিন্ন আঙ্গিকে নাচতে থাকে মরণ 

বয়স চলে যায় 

সময় চলে যায় 

অপেক্ষা বাঁচে ,আমি শুনতে পাই শব্দহীন নিস্তব্ধতায়। 


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...