Monday, September 20, 2021

তবুও বৃষ্টি হবে

 


তবুও বৃষ্টি হবে 

,,,, ঋষি 


তুমি এক ধাপ করে এগিয়ে আসবে আমার দিকে 

আমি এক সময় মিশে যাবো নিজের লাগানো আগুনে। 

তোমার বোহেমিয়ান ভালোবাসা ইন্তেহা নিতে চাই 

নিতে চাই উত্তর 

অথচ আমি বৃষ্টির মতো বাউল 

একলা সমুদ্র। 

.

গড়িয়ে নামা শেষ বিকেলের বৃষ্টি ভেজা মেঘে আমাদের কথাগুলো এক যখন 

তখন আমার বারান্দায় ছুঁড়ে ফেলা সিগারেটের শেষটুকু

সেইটুকু শুধু চাই 

সময়ের একাকিত্বে যোগ্যতা চাই ,

যখন জানলার কাঁচে একলা গড়িয়ে নামা  মুহূর্ত 

তখন আমি বৃষ্টির জমা জল তোমার কবিতায়। 

.

বহুদিন হল  শুধুমাত্র রাত্রি হয় এই পৃথিবীতে 

সকাল, দুপুর কিংবা সন্ধ্যে সব শুধু দাঁড়ি ,কমা ,সেমিকোলন 

বরফের ঘর 

সত্যি বরফের মত   আশ্চর্য  ন্যুব্জ প্রতিটা চরিত্র,

আমার দিকে তাকাও

দেখো আমি আজও তাকিয়ে আছি মৃত্যুর গভীরে মৃত শিরদাঁড়ায় 

আসলে বাঁচতে শেখা 

আর বেঁচে থাকা এক নয় 

আর শুধু আমার  শব্দে কখনো মেঘ করবে না আকাশে 

তবুও বৃষ্টি হবে নিয়ম করে।   

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...