Tuesday, September 14, 2021

ভালো থাকার ব্যাকরণ হয় না

 ভালো থাকার ব্যাকরণ হয় না 

,,,, ঋষি 


উড়ন্ত পাখি 

ব্যবসায়ী চোখে লেগে থাকে মাংসের লোভ ,

রক্তক্ষয়ী বিপ্লব 

শুধু প্রফিট এন্ড লসের খাতায় শুধু বিজ্ঞাপন শুয়ে 

আচ্ছা বলুন সূর্যের অক্সিজেন দরকার হয় ঠিক 

কিন্তু সূর্যকে কি ঘুম থেকে তুলতে হয়। 

.

আকাশ আর সময়ের মাঝে দূরত্ব ক্রমশ বাড়ছে 

কারণ মানুষগুলো শুধু ছুঁয়ে থাকতে চাইছে মানুষের বাইরের জামাগুলো ,

বড় বড় কংক্রিটের বিলাসে জামা পরিয়ে মানুষগুলো ভাবছে 

ভালো আছি ?

অথচ সত্যি ভালো থাকাটা ছশো টাকার মাইনের গৃহস্থ্য জানে 

যাকে ঘুমোবার ঘুমের ওষুধ খেতে হয় না। 

.

আচ্ছা চলন্তিকা ভালো থাকা কাকে বলে ?

তোমার বাড়ির রেলিং বেয়ে পশ্চিমের জানলায় ম্যানিপ্ল্যান্ট গাছ 

নিয়ম করে জল ঢালো তুমি তাতে ,

আকাশে পাখি দেখে হাসতে থাকি " মুক্তি " ,

একটা প্রতারণা এই একজন ষড়যন্ত্রের নাম ঈশ্বর 

বুকের ব্যাবিলনের দঁড়িয়ে থাকে নক্ষত্র খেকো লোভ 

না ভালো নেই শহর। 

শুধু মাত্র বাহ্যিক একটা জানলা খুলে মানুষগুলো অক্সিজেন খুঁজছে 

কিনে চলেছে বাঁচার মানে সস্তায় বিক্রি হওয়া আধুনিকতার কাছে 

অথচ তারা শান্তিতে নেই 

কারণ ভালো থাকার কোনো ব্যাকরণ হয় না 

শুধু জরুরী ভালো থাকা। 


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...