কাগজের নৌকো
... ঋষি
বৃষ্টি ভেজা এক সকালের কবিতায়
আমার স্থাবর অস্থাবর ক্রমান্বয়ে তোমার দোষারোপ
সব লিখে রাখলাম বৃষ্টির জলে ,
আজ খুব মেঘ করুক
আজ বৃষ্টির জল দস্তক রাখুক সময়ের খামে
তোমার লেখা চিঠিগুলোতে।
.
সময় ভেসে চলা কাগজের নৌকো
আমার নবছরের ছেলে হঠাৎ ভাসিয়ে দেয় নৌকা আকাশের সমুদ্রে ,
সেখানে কোনো ঘর নেই ,নেই কোনো শৃঙ্খল
পাখিরা শুধু বুঝিয়ে দে এই যে আমার ডানা,
আমার ছেলে প্রশ্ন করে
বাবা সম্পর্ক কি ?
আমি বলতে পারি না সম্পর্ক হলো কাগজের নৌকো।
.
এই বৃষ্টিভেজা সকালের কবিতায়
বৃষ্টির জলে চান করা রাস্তাঘাট ,বড় বড় স্ক্যাইস্ক্যাপার আর ভিজে ভাবনা
কোথায় সেই কাগজের নৌকো ?
অনবরত বৃষ্টি এক ফেরারী ঘরের মন কেমন
বাউলের মন
দুহাত তুলে আস্কারা দেওয়া ভাবনারা ছুটে যায় চলন্তিকার কাছে
সময়ের পাশে ।
চলন্তিকা বলে আরে পাগল বৃষ্টি মানে মন কেমন
বৃষ্টি মানে তুই
বৃষ্টি মানে ভালোবাসা
আর কাগজের নৌকা সে ভাসিয়ে দিলেই হয়।
No comments:
Post a Comment