আচ্ছা যদি বৃষ্টি না হতো
...ঋষি
.
আমি যখন লিখছি
তখন হয়তো এই শহরে হাজারো নারী বৃষ্টির মতো গড়িয়ে নামছে
তুমি কি করছো চলন্তিকা ?
দ এর মতো চাদর টেনে শুয়ে শুয়ে ভাবছো
আমি ভালো নেই ,ভালো নেই শহর।
.
সমস্ত আব্রু আর বেআব্রুর মাঝে এক দক্ষতার নাম সমাজ
খুব সহজে যাকে ছুঁয়ে দেওয়া যায় জেরুজালেম
সেখানে ফরিয়াদি মাটিতে কুমোরটুলির দুর্গারা ভিজে চলে
গায়ে মাখে কাদা ,গায়ে মাখে সফর
সুজলা ,সুফলা সাজানো সময়ের গায়ে অবিরত একটা প্রতিষ্ঠান
দুর্গাদের সামাজিক হতে হয়।
.
আমি যখন লিখছি
তখন বাইরের সময়ে অকাল বৃষ্টিফেরত কিছু কথারা তোমাকে খুঁজছে
তোমার হাঁড়ির ভিতর খিদে
অথচ তুমি চা আর পকোড়ার কথা ভাবছো
আমি ভাবছি
এইভাবে কি গড়িয়ে বাঁচা যায় কিংবা জড়িয়ে।
সব পবিত্রতা যখন
আগামী পুজোর প্যান্ডেলে দুর্গার অসুরদামিনী রূপে মাতাবে
তখন তুমি মাতবে অজান্তে
ভাববে সময়টা বড় বেরসিক ,সময়টা বড় বিরক্তিকর
আচ্ছা যদি বৃষ্টি না হতো ?
No comments:
Post a Comment