তেরে বিনা জিন্দেগীমে
.... ঋষি
ক্রমশ হত্যার ঠিকানায় মাইলস্টোন
নীতিনির্ভর জীবন ,
চলন্তিকা আজকাল সম্পর্কের বাইরে কিছু অজানা ঠিকানা
অজানা কথারা ওৎ পেতে বসে ,
কে কতটা সত্য
জীবনের বাইরে পঞ্চমস্বর্গ নিত্য ফেরারি।
.
তেরে বিনা জিন্দেগী সে কোই সিকবা তো নহি
অদ্ভুত এই লিরিক্স
নিন্দুকেরা বলে ডাহা মিথ্যে একথা
আসলে মৃত্যু বড় সত্যি।
অথচ আমি মানি না সেকথা
কারণ কবির কথাতে
জীবনের থেকে সত্যি,মিথ্যের থেকে অন্ধকার কিছু হয় না।
.
আলোতে বাঁচতে গিয়ে সময় তাকিয়ে আছে আগামীর দিকে
আর বর্তমান মৃত্যুর চাদরে চলন্তিকা অসংখ্য আসক্তি লুকিয়ে
অধিকার
অন্ধকার
লোভ
আচ্ছা চলন্তিকা মানুষগুলো সত্যি হতে পারে না কেন ?
আচ্ছা বাঁচাগুলো এত মিথ্যে কেন ?
তবে আলো বোধহয় ভীতু
কিন্তু
মনে রেখো কচ্ছপ আর খরগোশের দৌড়
আর ঈশপ মিথ্যে লেখে নি।
No comments:
Post a Comment