Wednesday, September 29, 2021

যদি ভালো না লাগে

 


যদি ভালো না লাগে 

... ঋষি 


সাদা রঙের সময় ছুটে চলে রঙিন পৃথিবীর আশায় 

                      রঙিন পৃথিবীর কথা 

বেলুনওয়ালা ,মনের মেলা আর 

                        নিজেকে একলা লাগে। 

.

জীবন তো একটাই মানুষের 

                পরেরবার বলে তো কিছু নেই ,ভালোবাসবে তো ?

আগের মতো পরের মতো ,বৃষ্টি কিংবা সমুদ্রের মতো 

                    যদিও  অসম্ভব এ যাত্রা। 

.

চারিদিকে চুমুর মতো উড়তে থাকে দীর্ঘশ্বাস 

ট্যাগ করে রাখা জীবন উচ্চারণহীন 

                  অনেক  ধুলো-টুলো মেখে দেখলাম,

কবিতার বাইরে এক আশ্চর্য স্বপ্ন বেনামি। 

.

মানুষের সাদা সময় আর রঙিন সময় 

অজস্র বাক্য বিনিময়। 

                   ইয়াদগার কুচ পল ,পল দো পল 

আয়নায় দেখা মানুষ মৃত। 

.

আচ্ছা যদি পরের জন্ম থাকে 

আমি তোমার সেই  দুষ্টু লালন ফকির

মনে আছে আমাদের বাংলাভাষা ঘুঙুর-পায়ে ‘ঝুম্‌’

                  যদি ভালো না লাগে । 


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...