Friday, September 10, 2021

তোমার চলন্তিকা

তোমার চলন্তিকা 
... ঋষি 
রবীন্দ্রনাথ তোমার প্রেমিক হতে পারতো
হতেই পারতো তসলিমা আমার প্রেমিকা
হয় নি, 
.
যুক্তরাষ্ট্র আমার দেশ হতে পারতো 
ইসলামাবাদ আমার মাটি হতে পারতো 
হয় নি। 
.
খ্রীশ্চান তোমার ধর্ম হতে পারতো 
পাঞ্জাবী আমার ভাষা হতে পারতো 
হয় নি। 
.
তোমার নাম চলন্তিকা না হয়ে ফরিদা হতে পারতো 
তুমি আমাকে থামিয়ে দিলে 
বললে সবকিছু হতে পারতো আমি জানি 
কিন্তু কবি আমার নাম চলন্তিকা,
আমার মেরুদণ্ড চলন্তিকা
পৃথিবী ধ্বংস হতে পারে, সত্যি মিথ্যা হতে পারে
কিন্তু তোমার চলন্তিকা তোমারই 
বদলাবে না। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...