Friday, September 10, 2021

তোমার চলন্তিকা

তোমার চলন্তিকা 
... ঋষি 
রবীন্দ্রনাথ তোমার প্রেমিক হতে পারতো
হতেই পারতো তসলিমা আমার প্রেমিকা
হয় নি, 
.
যুক্তরাষ্ট্র আমার দেশ হতে পারতো 
ইসলামাবাদ আমার মাটি হতে পারতো 
হয় নি। 
.
খ্রীশ্চান তোমার ধর্ম হতে পারতো 
পাঞ্জাবী আমার ভাষা হতে পারতো 
হয় নি। 
.
তোমার নাম চলন্তিকা না হয়ে ফরিদা হতে পারতো 
তুমি আমাকে থামিয়ে দিলে 
বললে সবকিছু হতে পারতো আমি জানি 
কিন্তু কবি আমার নাম চলন্তিকা,
আমার মেরুদণ্ড চলন্তিকা
পৃথিবী ধ্বংস হতে পারে, সত্যি মিথ্যা হতে পারে
কিন্তু তোমার চলন্তিকা তোমারই 
বদলাবে না। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...