Friday, September 10, 2021

তোমার চলন্তিকা

তোমার চলন্তিকা 
... ঋষি 
রবীন্দ্রনাথ তোমার প্রেমিক হতে পারতো
হতেই পারতো তসলিমা আমার প্রেমিকা
হয় নি, 
.
যুক্তরাষ্ট্র আমার দেশ হতে পারতো 
ইসলামাবাদ আমার মাটি হতে পারতো 
হয় নি। 
.
খ্রীশ্চান তোমার ধর্ম হতে পারতো 
পাঞ্জাবী আমার ভাষা হতে পারতো 
হয় নি। 
.
তোমার নাম চলন্তিকা না হয়ে ফরিদা হতে পারতো 
তুমি আমাকে থামিয়ে দিলে 
বললে সবকিছু হতে পারতো আমি জানি 
কিন্তু কবি আমার নাম চলন্তিকা,
আমার মেরুদণ্ড চলন্তিকা
পৃথিবী ধ্বংস হতে পারে, সত্যি মিথ্যা হতে পারে
কিন্তু তোমার চলন্তিকা তোমারই 
বদলাবে না। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...