রাহুলদা তোমার জন্য
.... ঋষি
মনের মধ্যে কান্নাকাটি,পাগল খঁজছে ঘর বসত
তোমাকে বলি নি এই কথা রাহুলদা
বুকের কাছে পরিচিত সেই চোখদুটো ,সেই শ্বাশত হাসি
মন পাগল
ঘটনা হলো ঈশ্বরের দরজায় আমরা কজন শুধু অপেক্ষায়
একের পর এক দেশ পার হয়ে যায় ট্রেন
ট্র্যান্সসাইবেরিয়ান এক্সপ্রেস।
.
রাহুল দা তাকাও আমার দিকে
আনন্দের বাইরে আমরা যারা বেঁচে আছি ,তুমি একটু আলাদা বটে
ইউ আর আ পার্ট অফ আস বাট স্পেশাল ওয়ান ,
তুমি একটু মন পাগল
তোমার নিঃশ্বাসে রয়েছে আমাদের বিশ্বাস
ফিরে আসা দিনের কাছে এক কাপ চা ,অল্প চিনি
আর শক্তি চট্টোপাধ্যায় তোমার গলায় আমরা জানি।
.
আমরা কি চলে যাবো সন্তর্পণে হেঁটে
চলন্ত কামরার বাইরে ,পা বাড়াবো তোমার সাথে এক আকাশে
মনে রেখো
সবটাই একসাথে।
আমি জানি তুমি হাসছো ,শুয়ে আছো নিদ্রাকাতর দেহে
মনে রেখো আমরা আছি তোমার পাশে
যে কলমের হাত ধরে আমি চিনতে শিখেছি একটা অন্য মানুষ
একটা অন্য মাত্রা
সেই মানুষটাকে আমাদের ভীষণ দরকার।
জানি তোমার যন্ত্রণাসিক্ত মুখ ,চোখের কোনে আটকানো স্বপ্ন
বাইরে তখন ছুটেছে পৃথিবী গাছপালা, বরফ ঢাকা শহর
আমরা সকলেই ট্র্যান্সসাইবেরিয়ান এক্সপ্রেসের যাত্রী
সহযাত্রী
অন্তর্লীন নিজস্ব হ্রদে।

No comments:
Post a Comment