Monday, September 20, 2021

শুভেচ্ছা বার্তা

 শুভেচ্ছা বার্তা 

... ঋষি 


ওচোখে রোদ্র মুছে গেছে 

লুকিয়ে রাখা চোখগুলো বন্ধ চোখে কথা বলে 

এক শতাব্দীর দেখা হয় মেয়েটির 

আগামী শতক ,

সেই কবিতায় আমি চঞ্চল আবিষ্কারের মতো ডুবে যেতে চাই 

ভূমিকা বদল। 

.

ঝরে যায় সময়ের নিয়মে 

অসময়ের কিছু ফুল আজ ঈশ্বরের পায়ে কথা বলে 

সেই মেয়েটি প্রশ্ন করে,ঈশ্বরের পায়ে কেন?

হৃদয় ভাঙে সত্যি ফুরিয়ে শৈশবে 

মৃত্যু বেঁচে থাকে 

আগামীর কবিতায়। 

.

এই কবিতা তোমার জন্য লেখা একুশ শতক

মেয়েটা দাঁড়িয়ে আছে অপেক্ষায় বুকের পাটাতনে খোবলানো বেঁচে থাকা 

শ্যাওলা রঙের ভাবনাগুলো লোহার জীৱন চাই 

কিন্তু জীবন একটাই। 

আমি কবিতার কোথায় শতক লিখি এই শহরের পথে ঘাটে 

আমার কি বোর্ডের ফন্টে তখন জলতরঙ্গ 

জল গড়িয়ে যায় সময়ের মতো 

সময় গিয়ে যায় জলের মতো 

কোনটা সত্যি ,

ও চোখে রৌদ্র মুছে যায় 

মুছে যাওয়া ইচ্ছা 

চিৎকার করে একুশ শতক তোমাকে শুভেচ্ছা।  


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...