.
সময়ের ঘর
... ঋষি
বৃষ্টি লিখবো না
কষ্ট
না
লিখবো না।
.
একটা ষড়যন্ত্র যখন এমন একটা বিকেলের আলো নিভিয়ে দেয়
রাস্তার লাইটপোস্ট গড়িয়ে ক্রমশ আলোর আশিয়ানা ,
এ চোখে বৃষ্টি ঘর করে
ঘর করে অজস্র না বলা কথাদের টুপটাপ শব্দ।
.
শহর ভিজে যায়
বুকের ক্যাবিনেটে এক হাঁটু জল পায়ে তুমি এসে দাঁড়াও
পাম্প চালানো হয় পুরসভার নিয়মে
কিন্তু জল কমে না বুকে
বরং
সারা শরীর জুড়ে জ্বর
সময়ের ঘর।
.
আমার আক্ষেপ এটা নয় বৃষ্টি ভেজা এই শহর
আক্ষেপ আকাশের মেঘে সময়ের ঘর ,
শুধু অনবরত গড়িয়ে চলা কথারা মানুষের দৈনন্দিন
অথচ বৃষ্টিমুখর এই বিকেল
না বৃষ্টি লিখবো না
কষ্ট
সে
যে সময়ের ঘর।
No comments:
Post a Comment