Tuesday, September 28, 2021

সময়ের ঘর

 .


সময়ের ঘর

... ঋষি 

বৃষ্টি লিখবো না 

কষ্ট  

      না 

            লিখবো না। 

.

একটা ষড়যন্ত্র যখন এমন একটা বিকেলের আলো নিভিয়ে দেয় 

রাস্তার লাইটপোস্ট গড়িয়ে ক্রমশ আলোর আশিয়ানা ,

এ চোখে বৃষ্টি ঘর করে 

ঘর করে অজস্র না বলা কথাদের টুপটাপ শব্দ। 

.

শহর ভিজে যায় 

বুকের ক্যাবিনেটে এক হাঁটু জল পায়ে তুমি এসে দাঁড়াও 

পাম্প চালানো হয় পুরসভার নিয়মে 

কিন্তু জল কমে না বুকে 

বরং 

সারা শরীর জুড়ে জ্বর 

      সময়ের ঘর। 

.

আমার আক্ষেপ এটা নয় বৃষ্টি ভেজা এই শহর 

আক্ষেপ আকাশের মেঘে সময়ের ঘর ,

শুধু অনবরত গড়িয়ে চলা কথারা মানুষের  দৈনন্দিন 

অথচ বৃষ্টিমুখর এই বিকেল 

না বৃষ্টি লিখবো না 

কষ্ট 

      সে 

         যে সময়ের ঘর।  


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...