Wednesday, September 22, 2021

স্ট্রেস নেবেন না কাকা

 


স্ট্রেস নেবেন না কাকা

... ঋষি 

অন্ধকারই ভালো 

এইবার বারো থেকে  চোদ্দো ,কিংবা ষোলো   লাইনের কবিতায়

একশো আটবার  অন্ধকার লিখবো।

 কারণ আলো এখন ধোপদুরস্ত সাদা পাঞ্জাবী 

আলো এখন রোমান্টিক ইমাজিনেশন এর এলিট বস্ত্রবহরণ। 

চারিপাশে এখন উৎসবের মেজাজ ,হুল্লোড়ে প্রেম 

গড়িয়ে যাওয়া বোতল 

তবুও প্যান্ডেলে হাসিমুখ ,স্ট্রেস নেবেন না কাকা। 

.

আলো এখন অন্ধকারকেও  স্বর্গ বানায় , লাশ কাটা ঘর 

 ম্যানহোল আর হাইড্রেনের পাশে ডুবে আছে সেই মানুষগুলোর চিন্হ ,

শহর জুড়ে মোমের মিছিল  ,ধর্ষণ প্রতিবাদ 

তবুও চোখ জাগা রাত 

শপিং মলে , নাইট ক্লাবে , ল্যাম্পপোস্টের গা জড়িয়ে আলোর বন্যা। 

তবুও আমার অন্ধকার লিখতে ইচ্ছে করছে 

 লিখতে ইচ্ছে করছে এই কবিতা অপাংক্তেয় আজ , শব্দের এ রোশনাই , অনর্থক  অবান্তর ।

.

বর্ণমালার এই আহাম্মক চিৎকার 

একশো তিরিশ  কোটি শব্দ আজ মেরুদন্ডহীন ঈশ্বরের ভূমিকায় উলঙ্গ নাচছে ,

আলোয় বেহায়া খ্যামটা নাকি  তবুও নগ্ন আমি। 

এ কবিতা পুড়ে গেছে  ধ্বংসের ১১/৯ এ লাভায় 

 এ কবিতা মুমূর্ষু উৎসবজাত অহংকার কিংবা আনন্দ নয় 

শুধু অন্ধকার ,

অন্ধকার ,অন্ধকার  আর কিছুই  সত্য নয় , এই মৃত গ্রহে 

না  ঈশ্বর

না একশো আট ভোলবদল চিৎকার , 

তবুও বলবো আনন্দ করুন 

ফালতু স্ট্রেস নেবেন না কাকা।  

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...