Saturday, December 11, 2021

আমি চুপ

 


আমি চুপ 

.... ঋষি 

.

এই তুমি উঠে এলে সদ্য স্নান সেরে 

তোমার ভিজে বুকের কাপড়ে ঢেকে দিলে আমার মুখ 

বললে চুপ ,

.

তুমি এগিয়ে গেলে একফালি হেসে সাদা বকের মতো 

উজ্বল থেকে আরো উজ্জ্বল তুমি 

আমি পুড়ছি জানো 

আমি নেই তোমার সাথে ?

তোমার চারপাশে সুশীল মেঘে ,মেঘেদের বালক 

মোহন বাঁশি 

তুমি ঈশ্বরী বোধহয়। 

.

আবার তুমি ফিরে আসছো 

তোমার চুলে মাতাল করা শব্দরা আমাকে কবি বলছে পৃথিবীতে 

অথচ আমি কাউকে বলতে পারি না 

তুমি ফিরে আসো 

কারণ তুমি আবার চলে যাবে বলে। 

.

আমি চুপ 

সদ্য ভেজা তোমার হৃদয়ের গন্ধটুকু আমার উপহার 

বাকি সবটুকু 

না সত্যি বলতে নেই। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...