Saturday, December 11, 2021

আমি চুপ

 


আমি চুপ 

.... ঋষি 

.

এই তুমি উঠে এলে সদ্য স্নান সেরে 

তোমার ভিজে বুকের কাপড়ে ঢেকে দিলে আমার মুখ 

বললে চুপ ,

.

তুমি এগিয়ে গেলে একফালি হেসে সাদা বকের মতো 

উজ্বল থেকে আরো উজ্জ্বল তুমি 

আমি পুড়ছি জানো 

আমি নেই তোমার সাথে ?

তোমার চারপাশে সুশীল মেঘে ,মেঘেদের বালক 

মোহন বাঁশি 

তুমি ঈশ্বরী বোধহয়। 

.

আবার তুমি ফিরে আসছো 

তোমার চুলে মাতাল করা শব্দরা আমাকে কবি বলছে পৃথিবীতে 

অথচ আমি কাউকে বলতে পারি না 

তুমি ফিরে আসো 

কারণ তুমি আবার চলে যাবে বলে। 

.

আমি চুপ 

সদ্য ভেজা তোমার হৃদয়ের গন্ধটুকু আমার উপহার 

বাকি সবটুকু 

না সত্যি বলতে নেই। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...