Thursday, December 23, 2021

সাদা ঘোড়া


 

সাদা ঘোড়া 

... ঋষি 


হঠাৎ লিখতে ইচ্ছে করছে 

শ্লোকের বাইরে  জীবন যেন নদীর মতো কিছু 

নদীর এপারে আমি ,এই শহর 

আর ঐপারে দাঁড়িয়ে আছে একটা সাদা ঘোড়া। 

.

সাদা ঘোড়া ছুটছে 

এই শহরের ধুলোবালিতে কালি মাখছে মানুষ 

অথচ ওইপাড়ে তখন ঘোড়ার খুরের  শব্দ 

ফিরে আছে ছোটবেলা 

ফিরে আসছে খোপখোপ গল্পের বইগুলো ,ক্যাপ্টেন হকিংস 

ফেলুদা ,টিনটিন, 

সকলে সৃষ্টি লিখলেন রূপকথায় 

               কিন্তু মানুষ ? 

.

অথচ স্টিফেন হকিংস বললেন ঈশ্বর কণা 

কিন্তু ঈশ্বর ?

গুঁড়ো গুঁড়ো আলো ছড়িয়ে পড়ছে এই শহরে নিজের মতো আনন্দে 

কিন্তু অন্ধকার ?

         দাঁড়িয়ে আছে মানুষের মনে 

আর সাদা ঘোড়াটা আমার মতো সবাই দেখছে 

    ছু 

         ট 

    ছে

আর নদীর জল ঢুকে পড়ছে নোংরা শহরের মনের বস্তিতে । 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...