Saturday, December 18, 2021

কিছুই বদলায় নি

 কিছুই বদলায় নি 

... ঋষি 


যেসব নারীর দেহ গলে ,পচে গেছে 

তাদের চাপা কান্নার শব্দ শুনি আজ বহু সভ্যতা ভেদ করে ,

ওদের ফুলে ওঠা মধ্যদেশ ,সারা শরীরে পোকা 

দূরবীনে দিয়ে দেখি 

দেখতে পাই শোভাযাত্রা ,মৃত্যুর মিছিল 

সভ্যতা হাসে 

পুরুষ ভালোবাসে। 

.

আবার যেসব নারী শরীর অবাক  কংকাল

তাদের পাশে দাঁড়িয়ে নাকে চাপা দিয়ে দেখতে পারো তাদের ধুকপুক

তাদের ধুকপুক ভালোবাসা ,নিঃশব্দ ,

আতশ কাঁচে কেউ যদি দেখে তবে বুঝবে 

সভ্যতার কাপুরুষতা বেয়ে নিবিড় কোনো পুকুর 

সেই পুকুরে ঘোলা জল 

সভ্যতা বলে 

নারী চোখ ,সময়ের শোক। 

.

এই যে এতো শরীর 

এই যে হাজারো চিৎকার নারী মুহূর্তের সাক্ষী 

এগুলি নিয়ে গোপনে কেউ কোনোদিন  লিখে রাখে নি কিছুই 

শুধু ঋতুবদলের গল্পে হাজার চুরাশির মা চিৎকার করেছে 

কিংবা চিৎকার করেছে মনিপুরের মা

সভ্যতা চুপ থেকেছে 

কিন্তু বদলায়নি কিছুই 

কারণ শাড়ির তলার শরীরটা আজও সভ্যতার কাছে সস্তা 

শুধু বিজ্ঞপ্তির বিশ্লেষণটা বদলেছে 

কিন্তু বিজ্ঞাপনে আজও আমি দেখতে পাই মৃত ,পচা ,গলা শরীরগুলো 

আর তাদের ভয়ংকর চিৎকারে সভ্যতা হাসে পুরুষের ভূমিকায়।    

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...