Sunday, December 5, 2021

শেষ কবিতা

 


শেষ কবিতা 

,,,, ঋষি 


মুহূর্ত খানেক ইতস্ততার পর কবি সময়টাকে ছাড়ে 

বুকের খাঁচায় পাখিটা চিৎকার করে 

ছটফট করে খাঁচার ভিতর ,

হঠাৎ সারা শহর চিৎকার করে বলতে থালে  তুমি কোথাও নেই  কবি 

তুমি কোথাও ছিলে না 

ছিল শুধু তোমার ব্যর্থতা  আর তোমার মৃত্যু 

কবিকেও বিশ্বাস করতে হয় কবির মৃতদেহ শুয়ে শুধু শব্দ জড়িয়ে 

আসলে কবির একটাও কবিতা পড়ে নি কেউ কোনোদিনও। 

.

কবির মৃত্যুর দিনে মনে পরে সেই মেয়েটার মুখ 

কবি জন্মের দিনে যাকে সে  ডেকেছিল মা বলে ,

কবির মনে পরে তার প্রেমিকার ঠোঁটে লেগে থাকা তাচ্ছিল্যের  শব্দগুলো 

যেগুলো হয়তো কোনো বৃষ্টির দিনে কবি লিখেছিল তার শেষের পাতায় ,

কবির মনে পরে শহরটাকে ,শহরের মানুষগুলোকে 

যাদের জন্য কবি লিখে দিতে  চেয়েছিল একটা রৌদ্রজ্বল দিন। 

.

ফিরে আসি কবির কবিতার পাতায় 

যেখানে কিছু স্পর্শে সাড়া দেয় মন, কিছু স্পর্শে চক্র আবর্তন

যেখানে বৃষ্টি এলে কবির মন খারাপ হয়

যেখানে শীত এলে কবির মনে পরে চিনে বাদাম ,গড়ের মাঠ 

আর মাটির ভাঁড়ে  একটা শহর আর এক কাপ চা ।    

আর মুহূর্তখানেক কবি সময়ে 

কবি তার অসুস্থতায় হাত বুলিয়ে নেয় তার প্রিয় কলমের গায়ে 

কবি তার ভালোবাসায় শেষ বার ছবি  আঁকে তার প্রেমিকার 

তারপর শেষবারের মতো সে ছুঁতে চায় সাদা পাতা   

যেন কবি বলতে চায় 

এখনো আরও অনেক লেখার ছিল তার। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...