Sunday, December 12, 2021

বালিশহর

 বালিশহর 

... ঋষি 


শুধু দূর থেকে তাকিয়ে দেখবো পিরামিড 

দেখবো ইতিহাস হয়তো শুয়ে আছে এই বালিশহরের বালিঘড়িতে 

তাই ফিরতি পথে আমি চড়ে বসবো বালি জাহাজে 

পেরিয়ে যাবো কোপারনিকাসের দূরবীন 

পথের পাশে কসাইখানায় তখন দুরন্ত রৌদ্র 

আমিও কামুক হবো ,লোলুপ চোখে তাকাবো পিরামিডের দিকে 

কিনে নেবো বেশ কিছু শরীরে মাংস। 

.

পিরামিডের আশে পাশে ধূলিঝড় 

সময়ের ঘর 

সেখানে বাজার দোকান ,রাজনীতি নিয়ে হাজারো মোদো মাতালের বাস

আমিও না হয় মাতাল হবো

তোমার দুরন্ত পিরামিড হাত রেখে বলবো 

এই জমি আমার 

তুমি বলবে ,শান্ত হ ,পৃথিবীকে এইভাবে বদলানো যায় না। 

.

এটা কোনো ফ্যারাওর কবিতা নয় 

এই কবিতায়  শুয়ে নেই কোনো দেব শিশু কিংবা বলিপ্রদত্ত ঈশ্বর ,

শুধু এক বিষাক্ত বাতাস আমার লাল চোখে 

তাই আমি মাংস খুঁজছি মিশরের পথে ,ঘাটে ,এই কবিতায় 

খুঁজছি ক্রীতদাসী শুধু ফ্যারাও হবো বলে 

মেরুদন্ড আর সমাজের মাঝে সাঁকোটা শক্ত করার জন্য 

সওদা করছি 

বিষাক্ত হিরোগ্লিফিকে লিখতে চাইছি বালি শহর 

আজকের মানুষ আর মাংসের গল্প।  

 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...