Thursday, December 9, 2021

মূর্খ বোকামি

সব প্রশ্নের উত্তরে জেদ চলে আসে 

সব উত্তরের আগে নিয়ম ,অনিয়ম আছে 

তবু জানি আমি 

সব তেল নয় জাপানী। 

.

প্রশ্ন উত্তর থাকে বরং তুমি চরকা খোঁজ চর্বিত চর্বনে 

আমার বলে তবু কিছু আছে ,তুমি বরং নিজেরটা বোঝ। 


ইতি 

মূর্খ বোকামি 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...