সব প্রশ্নের উত্তরে জেদ চলে আসে
সব উত্তরের আগে নিয়ম ,অনিয়ম আছে
তবু জানি আমি
সব তেল নয় জাপানী।
.
প্রশ্ন উত্তর থাকে বরং তুমি চরকা খোঁজ চর্বিত চর্বনে
আমার বলে তবু কিছু আছে ,তুমি বরং নিজেরটা বোঝ।
ইতি
মূর্খ বোকামি
ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...
No comments:
Post a Comment