Thursday, December 9, 2021

মূর্খ বোকামি

সব প্রশ্নের উত্তরে জেদ চলে আসে 

সব উত্তরের আগে নিয়ম ,অনিয়ম আছে 

তবু জানি আমি 

সব তেল নয় জাপানী। 

.

প্রশ্ন উত্তর থাকে বরং তুমি চরকা খোঁজ চর্বিত চর্বনে 

আমার বলে তবু কিছু আছে ,তুমি বরং নিজেরটা বোঝ। 


ইতি 

মূর্খ বোকামি 

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...