স্বপ্নের পাখিটাকে
... ঋষি
সত্যি প্রতিবাদের দাঁত ,নখ কিছুই নেই
আছে পরিবর্তনের ভাবনা
রাইটার্স বিল্ডিং গর্জিয়ে উঠলো সেও এক পরিবর্তন
ইতিহাস সাক্ষী সেই অমর বিপ্লবীদের সেলাম,
সেলাম যুগে যুগে মানুষের ভাবনার সেই স্বপ্নের পাখিটাকে
যে আকাশ ছুঁতে চায়।
.
রৌদ্র ছুঁয়ে বাঁচাটা মানুষের অভ্যেস
হাওয়ায় গা ভাসিয়ে উড়ে চলা নিজেদের স্বার্থে খুব সাধারণ
অনবদ্য মানুষ ভাবনায় থাকে তখন বাঁচতে চাওয়া।
সময়ের বাঁচতে চাওয়া সবসময় কাঁটাতার মোড়া একটা ইতিহাস
কিন্তু প্রতিবাদ
সে যে মানুষের গভীরে রক্তাক্ত একাত্তর।
.
মানুষ আসলে ঈশ্বর পন্থী নয়
মানুষ বরাবর স্বার্থন্বেষী একটা জীব ,ঈশ্বর সেখানে একটা স্বার্থ
কিন্তু এই মানুষের মাঝেও কিছু মানুষ থাকে উল্টো হাওয়ায় গা ভাসিয়ে
এমনও কিছু মানুষ যাদের কাছে প্রতিদিন বেঁচে থাকাটা মৃত্যুসামীল
তবুও তারা বাঁচে
তবুও তারা হাসে
কারণ তাদের বাঁচাগুলো নিজেদের নয়
শুধুমাত্র সময়ের স্বার্থে।
অন্যেরে বলে এমন মানুষগুলো সব বোকা
অথচ সময় জানে জনসাধারণ নাগরিকত্বে বাঁচে
আর প্রতিবাদ বাঁচে এমন সব মানুষের ভাবনার স্বপ্নের পাখিটাকে ছুঁয়ে
যার জন্য পরিবর্তন হলো আকাশ ছোঁয়ার লোভ।
No comments:
Post a Comment